বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪
মোবাইল দিয়ে কম্পিউটার কন্ট্রোল
Do you like this ?
মোবাইল দিয়ে কম্পিউটার কন্ট্রোল
মোবাইল দিয়ে আপনি দূর থেকে কম্পিউটার বা ল্যাপটপ নিয়ন্ত্রণ করতে পারবেন। যার ফলে কম্পিউটার বা ল্যাপটপের মাউস হবে আপনার মোবাইল। অনেক সময় মাউসের তার ছোট হওয়ার কারণে দূর থেকে কম্পিউটার কন্ট্রোল করা যায় না। আবার দেখা যায় গান অথবা কোন ভিডিও পজ বা চেঞ্জ করতে হচ্ছে মাউস আপনার পাশে নেই। তখন মোবাইল দিয়েই আপনি খুব সহজেই আপনার কাজটি করতে পারেন।
প্রয়োজনীয়তা:
একটু দূরে বসে movie দেকছেন বার বার mouse use করতে হবে না।
Mouse নষ্ট হয়ে গেছে।Mouse হিসেবে ও ব্যবহার করতে পারবেন।
Media Player কে control করতে পারবেন খুব সহজে ।
যা লাগবে:
আপনার desktop বা laptop
আপনার মোবাইল। (Bluetooth supported )
একটি Bluetooth ( laptop এ Bluetooth থাকেই )
ধাপ সমূহ-
১) প্রথমে আপনার desktop pc তে Bluetooth connect করুন।
২) Laptop এর Bluetooth অন করুন।
৩) তারপর আপনার মোবাইল কে desktop বা laptop এর সাথে connect করুন।
৪) মোবাইল connect হয়ে যাবার পর , মোবাইলের Bluetooth menu থেকে Remote control য়ে গিয়ে ok বাতন চাপুন।
৫) লক্ষ করবেন যে আপনার মোবাইল য়ে লেখা আসবে Accept HID request from যা আপনি yes করবেন।
৬) পরবর্তী তে দেখবেন আপনার মোবাইল এ ৩ টি option আসবে
Desktop
Media Player
Presenter
৭) উপরের option থেকে যেটা ইচ্ছা select করুন ও ব্যবহার করতে থাকুন
This post was written by: Rashedul Islam
Assalamualaikum, I am Rashedul Islam Arman from Chittagong,Bangladesh. Founder of this Blog Alhamdulillah.If you Have any Problem,Complain,Suggestion or for Anything don't Hezitate to Contact ME,You can Directly contact me on my Facebook I'D
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)



Very nice
উত্তরমুছুন