শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪
ফটোশপ দিয়ে টেক্সটের মাঝে ইমেজের এফেক্ট দিন !
Do you like this ?
ফটোশপ দিয়ে ইমেজ কে টেক্সটে রুপান্তর করা যায় এটা অনেকেই জানেন।আজ দেখাবো কিভাবে টেক্সটের মাঝে ইমেজের এফেক্ট দেওয়া যায়।খুব সহজ এটা।একবার চেষ্টা করলেই পারবেন।কাজ শুরুর আগে একটা পার্থক্য দেখে নিনঃ
প্রথমে ফটোশপে আপনি যেই ইমেজের এফেক্ট টেক্সটে দিতে চান সেটা Open করুন।আমি লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা বিখ্যাত লাস্ট সাপারের চিত্রটা নিয়েছি।এবার আপনার ওপেন করা ইমেজটির একটি Duplicate Background তৈরীর জন্য কী-বোর্ডে Ctrl+J বাটন প্রেস করলে দেখবেন ফটোশপের লেয়ার প্যানেলে Layer 1 নামে একটি ডুপলিকেট ব্যাকগ্রাউন্ড তৈরী হয়েছে।
প্রথমে ফটোশপে আপনি যেই ইমেজের এফেক্ট টেক্সটে দিতে চান সেটা Open করুন।আমি লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা বিখ্যাত লাস্ট সাপারের চিত্রটা নিয়েছি।এবার আপনার ওপেন করা ইমেজটির একটি Duplicate Background তৈরীর জন্য কী-বোর্ডে Ctrl+J বাটন প্রেস করলে দেখবেন ফটোশপের লেয়ার প্যানেলে Layer 1 নামে একটি ডুপলিকেট ব্যাকগ্রাউন্ড তৈরী হয়েছে।
এবার Layer Panel এ গিয়ে Create a new Layer বাটনে ক্লিক করে Layer 2 নামে নতুন একটি লেয়ার নিন।
এখন Layer 2 কে Drag করে Layer 1 এর নিচে নামিয়ে আনুন।
Layer 2 সিলেক্ট করে ফটোশপের Edit মেনু থেকে Fill অপশনে ক্লিক করুন।অথবা কী-বোর্ডে শর্টকাটের জন্য Shift+F5 চাপুন।
এবার একটি নতুন উইন্ডো আসবে সেখানে Contents Use: White সিলেক্ট করুন।
Layer Panel এ দেখুন Layer 2 এর ব্যাকগ্রাউন্ড সাদা দেখাচ্ছে।এখন Layer 1 সিলেক্ট করুন।
এখন Foreground Color: white সিলেক্ট করুন।তারপর Type Tool সিলেক্ট করে আপনার টেক্সট লিখুন।আমি এখানে THE LAST SUPPER লিখেছি।আপনার লেখা টেক্সটে উপযুক্তভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য কী-বোর্ডে Ctrl+T চেপে মাউস দিয়ে টেক্সটের উপরে-নিচে বা ডানে-বামে টেনেটুনে ঠিকভাবে সেট করুন। সেট করার ঠিক হলে মেনুবারের নিচে টিক চিহ্নতে ক্লিক করুন।
Text Layer কে Drag করে Layer 1 এর নিচে নিয়ে আসুন।
Text Layer কে Drag করে Layer 1 এর নিচে নিয়ে আসুন।
কাজ প্রায় শেষ পর্যায়।আর একটুখানি ধৈর্য ধরুন। এখন Layer 1 সিলেক্ট করে মেনুবার থেকে Layer মেনু থেকে Create Clipping Mask অপশনে ক্লিক করুন।
খেল খতম! আপনার টেক্সটে ইমেজের এফেক্ট পড়েছে

খেল খতম! আপনার টেক্সটে ইমেজের এফেক্ট পড়েছে
আপনার ইমেজ যত সুন্দর হবে টেক্সটে তার এফেক্টও ততোই আকর্ষনীয় হবে তাই সুন্দর ইমেজ সিলেক্ট করে টেক্সটে বসিয়ে দিন।
This post was written by: Rashedul Islam
Assalamualaikum, I am Rashedul Islam Arman from Chittagong,Bangladesh. Founder of this Blog Alhamdulillah.If you Have any Problem,Complain,Suggestion or for Anything don't Hezitate to Contact ME,You can Directly contact me on my Facebook I'D
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)









0 Responses to “ফটোশপ দিয়ে টেক্সটের মাঝে ইমেজের এফেক্ট দিন !”
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ