Bangla Islamic Website Live-Blogger-Tricks

shirk and bid'ah in the Book Fazail e Amal of Tableeghi Jamaat : Learn More.

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫

শেষ বিদায়

Bangla Islamic Website Live-Blogger-Tricks

শেষ বিদায়


বিদায়ের ক্ষণ সমুপস্থিত ।
প্রায় সাত বছর ধরে যে সম্পর্ক
তিলে তিলে গড়ে উঠেছিল,
এখন তা শেষ হয়ে যাওয়ার পথে ।
কত সুখ, দুঃখ, আনন্দ রাগ অভিমান,
হয়তো কোথাও লুকিয়ে ছিল একটু ভালবাসা ।
চলে যাবে তুমি কিম্বা আমি
পড়ে থাকবে স্কুল, মাঠ, গাছপালা সব ।
ওদের তো যাওয়ার কোন জায়গা নেই !
যদি কখনো দেখতে আসো , স্মৃতিগুলো তাড়া করবে,
বলবে, ‘সব ঝুট হ্যাঁয়, তফাৎ যাও
আমরা নিজের নিজের পথে যাব
সে পথ চলা কেমন হবে জানিনা,
যন্ত্রণায় বিদ্ধ হয়ে হৃদয় জ্বলে গেলেও
সক্রেটিসের মত বলতে পারবো না,
প্লেটো, প্লেটো, আমায় আরেক পেয়ালা নীল দাও
সময়ের স্রোতে একদিন সব বিলীন হয়ে যাবে ।
শেষ বিদায়ের আগে সাথী আমার জেনে যাও
তোমার সৌভাগ্যে আমি ঈর্ষান্বিত !

0 Responses to “শেষ বিদায়”

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ