Bangla Islamic Website Live-Blogger-Tricks

shirk and bid'ah in the Book Fazail e Amal of Tableeghi Jamaat : Learn More.

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫

ওডেস্ক সাত আট টা কাজ করলাম সব গুলো কাজেই ৫ স্টার পেলাম , তারপরও কাজ পাচ্ছি না । সমস্যা কি আসুন বিষয় টা ক্লিয়ার করি ।।

Bangla Islamic Website Live-Blogger-Tricks


কেমন আছেন সবাই ?
হতাশ হওয়ার দরকার নেই ...... অনেকেই ইনবক্সে বলছেন কাজ পাচ্ছি না , সাত আট টা কাজ করলাম সব গুলো কাজেই ৫ স্টার পেলাম , তারপরও কাজ পাচ্ছি না ।।
সমস্যা কি আসুন বিষয় টা ক্লিয়ার করি ।। :-P
আসল ব্যাপার টা হল বাইরের দেশে শীতকালে প্রচন্ড বরফ সহ ঠাণ্ডা লেগেই থাকে , সচারাচর uk , usa , Canada এই সব দেশের ক্লাইন্ট রা শীতকালীন সময়ে লাইনেই থাকে না , তারা হয় ছুটি ছাটা কাটায় ন হয় ট্রাভেলে বের হয় , ? আপনার মার্কেট প্লেস গুলো জব পোষ্ট গুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন , জব পোষ্ট কিন্তু অনেক অনেক কমে গেছে , জানুয়ারীর শেষ সপ্তাহ থেকে এই অবস্থার উন্নতি হবে ।। হতাশ হওয়ার দরকার নাই ।। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত এই সময়ে কাজ পোষ্ট হয় কম , আর বিডার কিন্তু কমে না , কারন আমরা লেপের ভিতর থেকে হলেও বিড কিন্তু চালিয়ে যাই ।।
প্রত্যক টা কাজেই অফসিজন বা বাংলায় বললে বলতে হয় ডাল সিজেন থাকে , ফ্রীল্যান্সারদে
র ডাল সিজন শুরু হয় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত ।।
তবে যাদের ফিক্সড ক্লাইন্ট থাকে তাদের কথা ভিন্ন ।। সুতরাং যারা অতিতে ভালো কাজ করেও নতুন কাজ পাচ্ছেন না তাদের হতাশ হওয়ার কারন নেই , এই সময় টা না হয় নিজেকে আরো ভালো ভাবে প্রস্তুত করলেন , নতুন কিছু শিখে ফেললেন ।।
কিছুসংখ্যক হাইব্রিড ফ্রীল্যান্সার আপনাকে পরামর্শ দিবে টেস্ট দেন ... কয় টা টেস্ট দিয়েছেন , পোর্টফলিও কয় টা এড করেছেন , ইত্যাদি , আরে ভাই যে ব্যাক্তি ১২-১৩ টা কাজ করে ৫ স্টার পেলে তার টেস্ট দেওয়া না দেওয়া বিষয় না ।। বন্ধুরা এই সব হাইব্রিড ফ্রীল্যান্সারদের থেকে সাবধান থাকবেন ।। হতাশ হবেন না , অফসিজন শেষে প্রচুর কাজ পোষ্ট হবে তখন ইনশাআল্লাহ্‌ সবাই আগের মত কাজ পাবেন , ইনকাম করবেন ।।
কনো বিষয়ে হেল্প লাগলে আমার সাথে যোগা্যোগ করতে পারেন ।
Skype : seo.odesk2
সবাইকে ধন্যবাদ

0 Responses to “ওডেস্ক সাত আট টা কাজ করলাম সব গুলো কাজেই ৫ স্টার পেলাম , তারপরও কাজ পাচ্ছি না । সমস্যা কি আসুন বিষয় টা ক্লিয়ার করি ।।”

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ