Bangla Islamic Website Live-Blogger-Tricks

shirk and bid'ah in the Book Fazail e Amal of Tableeghi Jamaat : Learn More.

বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫

রাসুল [সা.] কীভাবে হাসতেন?

Bangla Islamic Website Live-Blogger-Tricks


আরবি হাদিস
وَعَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: مَا رَأيْتُ رَسُولَ اللهِ ﷺ مُسْتَجْمِعاً قَطُّ ضَاحِكاً حَتَّى تُرَى مِنهُ لَهَوَاتُهُ، إنَّمَا كَانَ يَتَبَسَّمُ . متفقٌ عَلَيْهِ .
বাংলা হাদিস
আয়েশা রাদিয়াল্লাহুআনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এমন উচ্চহাস্য হাসতে দেখিনি যাতে তাঁর আলজিভ দেখতে পাওয়া যেত। আসলে তিনি মুচকি হাসতেন।
[বুখারি ৪৮২৯, ৩২০৬, ৬০৯২, মুসলিম ৮৯৯, তিরমিযি ৩২৫৭, আবু দাউদ ৫০৯৮, ইবন মাজাহ ৩৮৯১, আহমদ ২৩৮৪৮, ২৪৮১৪, ২৫৫০৬]

0 Responses to “রাসুল [সা.] কীভাবে হাসতেন?”

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ